মশাবাহিত রোড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে সারাদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর সপ্তাহটিতে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার, ২২ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন।
রোববার, ২৩ নভেম্বর রোগটিতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন।
সোমবার, ২৪ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। দিনটিতে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।
মঙ্গলবার, ২৫ নভেম্বর মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন।
বুধবার, ২৬ নভেম্বর বছরের সর্বোচ্চ তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। আর এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের। আর দিনটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।
শুক্রবার, ২৮ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন।