
চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ,গাছ ও বালুবাহী গাড়ি থামিয়ে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় যুবদল কর্মীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফটিকছড়ি পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোঃ মোরশেদ।সে ফটিকছড়ি পৌরসভা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিবহন ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল। তারা নিয়মিতভাবে বাঁশ, গাছ, মাটি ও বালুবাহী গাড়ি থামিয়ে চাঁদা তুলত।
রাতের বেলায় সন্দেহজনক আচরণ দেখে যুবদল কর্মীরা মোরশেদকে আটক করেন। জিজ্ঞাসাবাদে মোরশেদ স্বীকার করেন সাদ্দাম নামের এক ব্যক্তির নির্দেশে প্রতিদিন এসব গাড়ি থেকে চাঁদা আদায় করতেন তিনি। এ বিষয়ে একাধিক গাড়ী চালক অভিযোগ করেন, এই এলাকায় চাঁদাবাজি মূল হোতা সাদ্দাম। প্রতিদিনই গাছ, বাঁশ ও বালুবাহী গাড়ি থেকে টাকা নেন তিনি।তারা আরও জানান, চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে নিয়মিতভাবেই চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজম খান, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল হায়দার রাসেল, সদস্য আহমদ রশিদ, পৌর যুবদল নেতা এরশাদ, হেলাল উদ্দিন, এবং অভিযোগের মূল ব্যক্তিদের তালিকায় থাকা সাদ্দামসহ আরও অনেকে।
এদিকে, গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক গাড়ি চালক আটক যুবককে ৫০০ টাকা দিচ্ছেন এবং অভিযোগ করছেন যে, প্রতিদিন গাড়ি চালাতে ৫০০ টাকা চাঁদা দিতে হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাঁদাবাজির ফলে পরিবহনেরর লোকজন ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। অবশেষে যুবদল কর্মীরা উদ্যোগ নিয়ে চক্রটিকে ধরার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, সাদ্দাম প্রতিদিন বিবিরহাট বাসস্টেশন এবং পাইন্দং ইউপির পেলাগাজী দিঘির মোড় থেকে নিয়মিত গাড়ি মালবাহী গাড়ী থেকে চাঁদা তুলতেন।
চাঁদাবাজি বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।







