আজ ২৯ নভেম্বর শনিবার দিনব্যাপী নগরীর স্বনামধন্য ফুলকুঁড়ি বিদ্যাপীঠের বার্ষিক পুরষ্কার বিতরণ ও ক্লাস পার্টি স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মুসলিম তরুণ সংঘের নব নির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জননেতা মুহাম্মদ ইদ্রিস মিয়া, উদ্ভোধক ছিলেন ফুলকুঁড়ি বিদ্যাপীঠের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মাহবুব আলম, বিশেষ অতিথি ছিলেন বিদ্যাপীঠের পরিচালক সমাজ সেবক মুহাম্মদ এনামুল হক, আনজুমান আরা লুৎফা, শিক্ষানুরাগী মিসেস রাবিয়া বেগম।
বিদ্যাপীঠের শিক্ষক সুমাইয়া আফরোজা তুষা'র সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মিসেস জোসনা বেগম, বক্তব্য রাখেন মাওলানা হাসান, রোকেয়া বেগম, সুমাইয়া শাওরিন, রাশেদা আকতার ঝণা, অভিভাবক নারগিস আক্তার, খুরশিদা বেগম, ইয়াছমিন আকতার, শিক্ষার্থী মোহাম্মদ শাহীন, চাঁদ মনি, সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস মাওয়া, হুমাইরা ইসরাত জাহান স্মৃতি, ঝুমু আকতার, রাইসা মনি প্রমুখ।।
বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন- শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছু নেই, শিক্ষার্থীদের সুশিক্ষার আলোয় আলোকিত করতে হবে, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে ভালো শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ফুলকুঁড়ি বিদ্যাপীঠে নৈতিক শিক্ষা সবসময় গুরুত্ব দিয়ে আসছে।