গত ৩০ নভেম্বর ২০২৫ খ্রিঃ রবিবার আগ্রাবাদ মহিলা কলেজে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন “মাতৃকালয়” এর উদ্যোগে নারীর স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাতৃকালয় প্রতিষ্ঠাতা সভাপতি জয়াশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-২ এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলমগীর, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা বিভাগের অফিসার সানোয়ারা বেগম রিমঝিম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণিবান ভট্টাচার্য। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ কামরুননেচ্ছা বেগম রোজী, নারীর স্তন ও জরায়ু ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে সারগর্ভ আলোচনা করেন। শৈবাল বড়ুয়ার তত্ত্বাবধানে ও স্বেচ্ছাসেবী কর্মী সোহাইদা জান্নাতের সাবলীল সঞ্চালনায় চার শতাধিক নারী শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের পক্ষে অতিথিদের পুষ্পস্তবক প্রদান করেন জান্নাতুল ফেরদৌস তাবাস্সুম, নাবিলা রিজভী ইকরা, জান্নাতুল মারুফা, ফারজানা আক্তার,ও জান্নাতুল ফেরদৌস প্রমূখ। সভায় মোহাম্মদ আলমগীর বলেন সমাজের কল্যাণে নিবেদিত যাঁরা তাঁদের সম্মান স্বীকৃতি দিলে সমাজ উপকৃত হবে। মাতৃকালয়ের কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন রোগীদের জন্য রাষ্ট্রের প্রদত্ত সুযোগ ও অধিকার বাস্তবায়নে মাতৃকালয়ের মানবিক কাজ এগিয়ে নিতে আমার অফিস মাতৃকালয়ের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে জয়াশীষ দাশ আবেগ জনিত কন্ঠে বলেন সর্বনাশা ক্যান্সার তাঁর পরিবারের তিনজনের মৃত্যুর ব্যাথা লাঘবে মাতৃকালয় নিয়ে এগিয়ে যেতে অনেক সাহস অভিজ্ঞতা সঞ্চয় করছি, এখান থেকে প্রতিনিয়ত সঞ্চিত মানবিক চেতনা ও শক্তি নিয়েই সেবার ব্রতে এগিয়ে যেতে চাই। কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন এ জাতীয় আয়োজনের ফলে মানুষ রোগমুক্ত থাকতে সচেতন হবে, আজকের শিক্ষার্থীরা আগামীর অভিভাবক বা পরিবারের নিয়ন্ত্রক। নিজে সচেতন হলে পরিবারকে সচেতন করা যাবে। এ লক্ষ্যে আয়োজনটি উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যতে পথ দেখাবে।