তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে কোর কমিটির সভায় কোনো আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে কারও নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। তিনি জোর দিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল নাগরিকের নিরাপত্তা দিতে প্রস্তুত। যাদের বিশেষ নিরাপত্তা প্রয়োজন, তাদের জন্য সেই ব্যবস্থা করতেও সরকারের প্রস্তুতি রয়েছে।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
