বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদে জোহর নগরীর ফিরিঙ্গী বাজার জামে মসজিদে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে খতমে কোরআন তেলোয়াত করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দীন। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় বক্তারা বলেন, আজকের এই পবিত্র দোয়া মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া বিফলে যাবে না, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল হোসেন বালি, মহানগর বিএনপি নেতা এম এ হালিম, শাহেদ বক্স, হাজী নুরুল আকতার, হামিদ হোসেন, হেলাল চৌধুরী, জসিম উদ্দিন মিনটু, বিএনপি নেতা আকতার খান, নুরুল হক, এসএম মফিজুল্লাহ, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন, মো. হাসান, মো. আলমগীর, জাহেদ আহমদ, সালাউদ্দিন, ইকবাল হোসেন সংগ্রাম, দিদারুল ইসলাম, মো. সেলিম, ইউসুফ সিকদার, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, রমজান আলী, আবু নাসের সাজ্জাদ, আব্দুর রাজ্জাক, আব্দু শুক্কুর, ইকবাল শরীফ, মো. ওয়াসিম, হৃদয় হাসান বাবু, মো. মিয়া, মেজবাউদ্দিন চৌধুরী মিন্টু, সাইফুল আলম দিপু, ইমরান সিদ্দিকী জেকশন, আইনুল ইসলাম জুয়েল, আশরাফ উদ্দিন প্রমুখ।