প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
দিনের শুরুতে কিছু কাজে বদলে দেবে আপনার স্বাস্থ্য

সুস্থতার জন্য ব্যায়াম, পুষ্টিকর খাদ্য আর পর্যাপ্ত হাঁটার প্রয়োজনীয়তার কথা আমরা সবাই জানি। তবে দৈনন্দিন জীবনে এমন কিছু ক্ষুদ্র অভ্যাসও রয়েছে, যা অদৃশ্যভাবে শরীর ও মন- দুটোর ওপরই বড় প্রভাব ফেলে। ঠিক এমনই এক অভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন পুষ্টিবিদ দীপশিখা জৈন। তার মতে, সকালে কয়েক মিনিট সূর্যের আলো শরীরকে যে উপকার দেয়, তা অনেকেই জানেন না।
পুষ্টিবিদ দীপশিখা জানান, দিনের শুরুতে মাত্র ৫-১০ মিনিট সূর্যের আলো পাওয়া শরীরের প্রাকৃতিক হরমোন ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। এতে একদিকে বাড়ে সতর্কতা, অন্যদিকে উন্নত হয় মুড ও মানসিক কর্মক্ষমতা। নিয়মিত এমনটা করলে সারাদিনের শক্তি ও মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়।
তিনি তিনটি কারণে সকালের সূর্যালোককে স্বাস্থ্যরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন-
কোরটিসল বাড়িয়ে সক্রিয় রাখে শরীর : সকালে আলো পেলে শরীরে স্বাভাবিকভাবে কোরটিসলের মাত্রা বাড়ে, যা আমাদের ‘সকালের এনার্জি’ তৈরি করে। এর ফলে মনোযোগ বৃদ্ধি পায় এবং দিনের কাজ সামলাতে শরীর প্রয়োজনীয় শক্তি পায়।
সেরোটোনিন বাড়িয়ে মুড উন্নত করে : সূর্যালোক সেরোটোনিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে-এ হরমোনই মানসিক প্রশান্তি, ভালো লাগা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে। সেরোটোনিন ঠিকঠাক থাকলে মন খারাপ, মানসিক ক্লান্তি বা অনুপ্রেরণার অভাব কম অনুভূত হয়।
মেলাটোনিন নিয়ন্ত্রণ করে ভালো ঘুম নিশ্চিত করে : সকালবেলার আলো শরীরের ‘সার্কাডিয়ান রিদম’ বা দিন-রাতের অভ্যন্তরীণ ঘড়িকে সুসংগঠিত রাখে। এর ফলে রাতে স্বাভাবিকভাবে মেলাটোনিন নিঃসরণ বাড়ে, যা গভীর ঘুমে সহায়তা করে। ভারতের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট বলছে, সার্কাডিয়ান রিদম ঘুম, হরমোন, তাপমাত্রা-এমন অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর এই রিদম ঠিক রাখার সহজতম উপায় হচ্ছে দিনের শুরুতে প্রাকৃতিক আলো পাওয়া।
মাত্র ৫-১০ মিনিটের এই সহজ সকালবেলার অভ্যাস মানসিক অবস্থা, ঘুমের মান, মনোযোগ ও শক্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যস্ত জীবনে বড় পরিবর্তন আনতে ছোট অভ্যাসই যথেষ্ট- তাই আজ থেকেই শুরু করতে পারেন এই স্বাস্থ্যকর রুটিন।
Copyright © 2026 নাগরিক দর্পণ. All rights reserved.