নোবিপ্রবি শিক্ষার্থীদের ২ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোবিপ্রবি শিক্ষার্থীদের ২ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে বিআরটিসি ডিপোতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ নাশকতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় আড়াইটার দিকে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

‘গুলবাহার’ ও ‘মালতি’ নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আরেকটি বাস ‘গন্ধরাজ’ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়েই দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে। তাই এটি স্থানীয় সাধারণ মানুষের কাজ নয়, পরিকল্পিত নাশকতাই।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email