ডা. জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বসম্মত পরামর্শ অনুসারে তাকে দ্রুত লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডন নেওয়া হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে কাতার আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি এই সহায়তা করতে রাজি হয়েছে।
বর্তমানে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীন থেকে আসা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় রয়েছেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর রাতে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তিনি এর আগে গত জানুয়ারিতেও লন্ডন গিয়েছিলেন এবং প্রায় চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল ভোরে লন্ডনে নেওয়া হচ্ছে।