চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শোলকাটা চুরুতবিবি জামে মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা সদস্য ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন, শহিদুল্লাহ ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও ইমন শাহ।
এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—মো. মালেক, মনিরুদ্দীন চৌধুরী সিন্টু, গিয়াস উদ্দিন, মামুন, সোহেল আলী, মোহাম্মদ হেলাল, আব্বাস, মো. সাদ্দাম, জসিম উদ্দিন, এমরান ও বোরহান–জয়নালসহ আরও অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। বক্তারা বলেন, “বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর সুস্থতা পুরো জাতির কাম্য।”
শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা, রাজনৈতিক সহনশীলতা এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।