বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদে জুমা ইউনিয়নের তৈলারদ্বীপ হাবিবুর রহমান নিজাম জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
এছাড়া আনোয়ারা উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মসজিদে বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করা হয়।