
আমাদের হাতে সময় বেশিদিন নাই, ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় বেলার এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন এবং CATHLAB এর কার্যক্রম উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম আর সিলেটের ছেলেমেয়েরা নার্সিং পড়ার আগ্রহ কম। নার্সিং পেশাকে তারা অসম্মানজনক মনে করে। যার কারণে দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের হাসপাতাল গুলোতে নার্স নিয়োগ দিতে হয় । তিনি এই জেলার ছেলেমেয়েদেরকে নার্সিং পেশায় আসার আহবান জানান এবং এ পেশার কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।
উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি। তিনি জেলার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো চিকিৎসা খাতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: তসলিম উদ্দিনের সভাপতিত্বে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আনিসুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডা: ওমর ফারুক ইউসুফ।







