আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। নিলাম সম্পন্ন হওয়ার পর এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। এরই মধ্যে আয়োজনটিকে আরও বর্ণিল করতে দুই বিদেশি উপস্থাপিকার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের সঞ্চালনা করবেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত ক্রীড়া মুখ রিধিপা পাঠক। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এ ঘোষণা দেয় বিপিএল কর্তৃপক্ষ।
শুধু উপস্থাপকই নয়, এবারের আসর আরও জমজমাট করতে তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও প্রকাশ করা হয়েছে। ধারাভাষ্যকার হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ইংরেজি ধারাভাষ্যকার রমিজ রাজা। তার সঙ্গে বর্ণনা দিতে আসছেন ক্যারিশম্যাটিক ড্যানি মরিসন এবং প্রথমবারের মতো বিপিএলে যোগ দিচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস।
এছাড়া শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিও থাকবেন এবারের ধারাভাষ্য প্যানেলে।দেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন পরিচিত তাল আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ।
উপস্থাপনা, ধারাভাষ্য ও আন্তর্জাতিক অংশগ্রহণ সব মিলিয়ে এবারের বিপিএল আসরটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।