উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে। বোর্ডের সদস্য ডা. আহাদ জানান, হাদির ফুসফুস আগের মতোই আছে এবং তাকে লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস-প্রশ্বাস চলছে। কিডনিও কাজ করছে। তবে বর্তমানে মূল সংকট মস্তিষ্কের ইস্যু।

জানা গেছে, হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার ভর্তি ও ভিসা প্রক্রিয়া চলছে। সফরসঙ্গী হিসেবে তার ভাই আবু বকর সিদ্দীক যাচ্ছেন।

ওসমান হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাদির পরিবার ও ‘ইনকিলাব মঞ্চ’ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email