চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, হিন্দু-বৌদ্ধ-মুসলমান ও খ্রিষ্টান সবাই আমরা এই দেশের নাগরিক। বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা। সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় যেতে চায়না। সনাতন ধর্মাবলম্বীসহ সকলের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের গুরখা ডাক্তার লেইন, কলাবাগিচা, বংশাল রোড এলাকাবাসীর আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সংখ্যা গুরু -সংখ্যা লঘু নীতিতে বিশ্বাসী নয়। বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। সকলের ধর্মের প্রতি পারষ্পারিক শ্রদ্ধাবোধ অক্ষণ্ন রেখে আগামী প্রজন্মের জন্য আমরা একটি শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। তাই উন্নয়ন, ন্যায়বিচার ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আবু সুফিয়ান বলেন, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি এই এলাকার সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনাদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এলাকার জনগণের কল্যাণে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাবু পরিতোষ কুমার দে এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধিরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি। আরও বক্তব্য দেন প্রবাল দে, অমর দে, স্বপন দে, মিন্টু চৌধুরী, কাজল ঘোষ, এম. এ হামিদ, নিখিল গোষ, সুব্রত আইচ, প্রিন্স এডওয়ার্ড বিশ্বাস, মিন্টু গোমেজ, সুব্র গোমোজ, বাসন্তী গোমেজ, মো,সেলিম, আবদুল্লাহ-আল মামুন, মো. সোবহান, মুনির রুবেল, নয়ন প্রমূখ।