
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস, ২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশে আসলেন, তখন জানতে পারলাম মেয়াদ শেষ হওয়ায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারছেন না। অথচ তারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করার পর তিনি তাদের নিয়ে যেতে রাজি হন। পরবর্তীতে মালয়েশিয়া সফরে গিয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, পুরো খাতটি দালাল ও সিন্ডিকেটে ভরা। সরকার এই প্রক্রিয়া থেকে অনেক দূরে অবস্থান করছে, যা বিদেশগামীদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়।
জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইউনূস বলেন, জাপান জানিয়েছে তাদের প্রচুর লোক দরকার। তারা নেপাল থেকে ৭ হাজার লোক নিলেও বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র ২ হাজার। এটি শুনে আমি অবাক হয়েছি। আমাকে যখন জিজ্ঞেস করা হলো আমরা কত লোক দিতে পারব, আমি বলেছি এক লাখ লোক দিতে পারব। কেবল ভাষা শিখলে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জাপানের বহু শহরে বর্তমানে চালকের অভাবে ট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেছে এবং মাইলের পর মাইল জমি জনশূন্য অবস্থায় পড়ে আছে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল পাঠালে তারা চাষাবাদ ও বন্ধ হওয়া সেবাগুলো পুনরায় চালু করতে পারবে।







