ভাষণে প্রধান উপদেষ্টা ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আশ্বস্ত করেন যে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় পুরানা পল্টনে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।
প্রধান উপদেষ্টার ভাষণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সরকার প্রধানের এই তাৎক্ষণিক ভাষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দেশে আনার কথা রয়েছে। এই তরুণ বিপ্লবীর অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
