জিনিয়াস মেধাবৃত্তি-২০২৫ আনোয়ারা উপজেলায় পৃথক দুটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয়েছে। আনোয়ারা কেন্দ্র-১ পরিদর্শন করেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মো. মহিদুল ইসলাম, জিনিয়াস যুগ্ম সম্পাদক সুশান্ত শীল, সাংবাদিক রুপন দত্ত, সাংবাদিক মো. রেজাউল করিম সাজ্জাদ, শিক্ষক মাসুদুল ইসলাম মাসুদ, কারাতে প্রশিক্ষক নুরুল আজিম, হাসান জাহাঙ্গীর।
কেন্দ্র-২ পরিদর্শন করেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, শিক্ষক মুহাম্মদ রিদওয়ানুল হক প্রমুখ।
দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন শিক্ষক কেএম এরশাদ হোসাইন, রুপন কান্তি শীল, আব্দুল খালেক, পুলক কান্তি সেন, সনজীব মজুমদার, মৃণাল কান্তি নাথ, অন্তিম পাল ও সাইমুর রশীদসহ অর্ধশতাধিক শিক্ষকবৃন্দ।
বরাবরের মতো সার্বিক সহযোগিতার জন্য জিনিয়াস টিম, সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি অশেষ কৃতজ্ঞ জিনিয়াস পরিবার।