
তিন বাহিনী প্রধানের সাথে ব্যক্তিগত বৈঠকের পর আজ দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরেকটি উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের রূপরেখা ও অন্যান্য প্রাসঙ্গিক নিরাপত্তা ইস্যু নিয়ে এই বৈঠকগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।