বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাউজান উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা ও রাউজান পৌরসভা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এম. শাহ্জান সাহিলকে সভাপতি ও সাইফুল আজম ছোটনকে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা যুবদল (আংশিক) এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি এবং আরিফুল ইসলামকে সভাপতি ও রিয়াজ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রাউজান পৌর যুবদল (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ফোরকান উদ্দীন, সহ-সভাপতি পদে শেখ নাজিম উদ্দীন ও মোহাম্মদ সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজান উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিদার আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর নাম উল্লেখ কর হয়। অপরদিকে রাউজান পৌর যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে কাজী রাশেদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি পদে সৈয়দ ফয়সাল রনি, রবিউল হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক পদে মহিনুল ইসলাম পিংকুর নাম উল্লেখ করা হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রী নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শনিবার এই কমিটি অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।