লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনকে ঘরে তালা দিয়ে আগুন দেওয়ার ঘটনায় আগুনে পুড়ে তার ৭ বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তার মৃত্যু বরণ করেন এবং তার ওপর দুই কন্যা সন্তান স্মৃতি আক্তার (১৪) ও বীথি আক্তার (১৮)-সহ পুরো পরিবার অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

আজ রবিবার রাতে (২১ ডিসেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বেলাল হোসেনের পরিবারের খোঁজ-খবর নিতে লক্ষ্মীপুরে যান।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় আরো উপস্থিত ছিলেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ -ভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
এর আগে রবিবার বিকেলে ঢাকায় জতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের অগ্নিদগ্ধ দুই কন্যা স্মৃতি আক্তার ও বীথি আক্তারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একই প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার সময় তিনি, তাঁর স্ত্রী নাজমা বেগম আর তিন মেয়েসহ ঘরে ছিলেন। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেলাল হোসেন বের হতে পারলেও ছোট্ট শিশু কন্যা আয়েশা আক্তারকে বের করতে পারেননি। বর্তমানে বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। নিহত শিশু আয়েশাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বাধীন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি লক্ষ্মীপুরে শিশু কন্যা আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন। এরপর বেলাল হোসেনের আগুনে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন।
এসময় বিএনপি নেতা বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া নাজমা বেগমের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি।