সংবিধান অনুযায়ী বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার পরদিনই অর্থাৎ ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণের কথা রয়েছে।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে দায়িত্বরত আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তার পরবর্তী অবস্থানেই রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাম্প্রতিক সুপারিশে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের কথা থাকলেও, বিশেষ প্রেক্ষাপটে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই শীর্ষ পদের জন্য বেছে নেওয়া হচ্ছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিচিতি: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর দীর্ঘ ও বর্ণাঢ্য বিচারিক ক্যারিয়ার রয়েছে। তার পেশাগত জীবনের কিছু উল্লেখযোগ্য তথ্য:
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স সম্পন্ন করেন।
১৯৮৫ সালে জজ কোর্ট এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিচার বিভাগের শীর্ষ এই পদে পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
