স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বহাল থাকছেন জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বহাল থাকছেন জাহাঙ্গীর আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আপাতত কোনো রদবদল হচ্ছে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর ওপরেই থাকছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা চ্যালেঞ্জের মধ্যেও তাঁর ওপরই আস্থা রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে এবং উপদেষ্টা পরিষদে নতুন দুজন সদস্য যুক্ত হতে পারেন। বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নাম আলোচনায় আসলেও সেই গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষপর্যায়ে এসে কোনো ধরনের বড় পরিবর্তনের ঝুঁকি নিতে চাচ্ছে না সরকার।

বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা রদবদল হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে সততা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় তিনি মূল ভূমিকা পালন করবেন। একই সাথে তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও আগের মতোই সামলে যাবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, গণমাধ্যমে রদবদল নিয়ে জল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কোনো পদে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে জাহাঙ্গীর আলম চৌধুরীই স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email