পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

দেশের শীর্ষ আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। আগামী ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। বুধবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত ২১ ডিসেম্বর তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁর পক্ষে শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
পেশাগত পরিচয়ের পাশাপাশি তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পর আবারও সরাসরি সক্রিয় রাজনীতি ও নির্বাচনী প্রতিযোগিতায় তাঁর ফিরে আসা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email