চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে মাহবুব আলম (৫৫) নামে ৪সন্তানের জনক আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুয়াপঞ্জক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মাহবুব আলম ফজু তালুকদার বাড়ির বাসিন্দা এবং দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিহতের ছেলেরা কাজে এবং মেয়েরা স্কুলে চলে যায় এবং স্ত্রী ঘরের বাইরে পারিবারিক কাজকর্মে ব্যস্ত থাকে। এমন সময় ঘরের ভীমের সাথে রশি টাঙ্গিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, নিহতের সঙ্গে কারও কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়েও কিছু জানেনা কেউ।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।