সবজিতে স্বস্তি, মাছের বাজার চড়া

সবজিতে স্বস্তি, মাছের বাজার চড়া

দীর্ঘদিন ধরে চড়া থাকা সবজির দামে অবশেষে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। শীত মৌসুমের প্রভাবে রাজধানীর বাজারগুলোতে এখন বেশিরভাগ সবজি তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। বর্তমানে অধিকাংশ সবজির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছু সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত রয়েছে। তবে বিপরীত চিত্র মাছের বাজারে-আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজকের সবজির বাজার

বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ২০–৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, জালি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

এ ছাড়া খিড়া, শিম ও গাজর প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে চড়া দাম

সবজির তুলনায় মাছের বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই। তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৩০০–৩৫০ টাকা, মাঝারি আকারের রুই ৩২০–৩৫০ টাকা এবং কই মাছ ২৫০–২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষের শিং মাছের দাম প্রতি কেজি ৪০০–৪৫০ টাকা, বড় চিংড়ি ৮০০–১০০০ টাকা, পাঙাস ১৭০–২০০ টাকা, শোল ৮০০ টাকা এবং টেংড়া ৫০০–৬৫০ টাকার মধ্যে রয়েছে।

মাংস ও মুরগির দাম

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০–১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬০০–৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিতে ৭৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

ক্রেতা-বিক্রেতার মতামত

রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন পর সবজির দামে কিছুটা কমতি দেখা যাচ্ছে। তবে শীত মৌসুমে যেহেতু সবজির সরবরাহ বেশি থাকে, তাই দাম আরও কম হওয়া উচিত ছিল। গ্রামের বাজারের তুলনায় ঢাকায় এখনও সবজির দাম কিছুটা বেশি বলেও মন্তব্য করেন তিনি।

মালিবাগ বাজারের ক্রেতা মাসুদুর রহমান জানান, মাছের দাম কখনোই তেমন কমতে দেখা যায় না। পাঙাস, তেলাপিয়া বা চাষের কই ছাড়া ভালো মাছ কিনতে গেলে অতিরিক্ত দাম গুনতে হয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর।

একই বাজারের মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় অনেক মাছের দাম আগের মতোই বেশি রয়েছে। যদিও কিছু মাছ তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে মগবাজারের সবজি বিক্রেতা আফজাল খন্দকার জানান, শীত মৌসুম হওয়ায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে। তবে আগের দিকে টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন কিছুটা কমে গেছে। তা না হলে সবজির দাম আরও কম হতে পারত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email