ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩.৩০টা থেকে বিকাল ৫টায় চবি বিজ্ঞান অনুষদ ভবন, জীববিজ্ঞান অনুষদ ভবন, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ ভবন, ড. মুহাম্মদ ইউনূস ভবন ( সমাজবিজ্ঞান অনুষদ) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় চবি বিজ্ঞান ও মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ ভবনে ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পরিদর্শন শেষে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তাঁরা।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ঢাবি বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. কাজী মো. ফজলুল হক, একই বিভাগের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, ঢাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে.এম আজম চৌধুরী, ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইকরামুল হাসান ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জনাব মো. আমজাদ হোসেন। চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি আইসিটি সেলের পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ৮ হাজার ৭১১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৫৭৭ জন।