স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ওসমান হাদি হত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শেষ পর্যায়ে রয়েছে এই মামলার তদন্ত। তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট।