চট্টগ্রামে শাহ আমানত সেতুর প্রবেশমুখে অবরোধ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে শাহ আমানত সেতুর প্রবেশমুখে অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর প্রবেশমুখ অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কয়েকশ তরুণ কর্মী নগরীর বাকলিয়া এলাকায় শাহ আমানত সেতুর প্রবেশমুখে অবস্থান নেন।

বিকালের দিকে সেখানে আরও কর্মী-সমর্থক এসে জড়ো হন। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা, হাদি হত্যার বিচার দাবিতে লেখা নানা প্ল্যাকার্ড দেখা গেছে। নানা স্লোগানে মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলনকারী কর্মীরা বলেন, হাদির খুনিদের সবাইকে গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে হাদি হত্যার বিচার দাবিতে বিভাগীয় শরহগুলোতে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে চট্টগ্রামেও পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি।

এদিকে কর্মসূচি চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। প্রবেশমুখে অবস্থানের কারণে সেতু অতিক্রম করতে সমস্যায় পড়েছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। কিছু যানবাহন সেতুর ওপর আটকে আছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও যানজট সৃষ্টি হয়েছে।

পরে বিকালের দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর সেতুর একপাশ থেকে অবস্থানকারীদের সরিয়ে দেওয়া হয়। এতে সেতুর ওপর দিয়ে কক্সবাজারমুখী লেইনে গাড়ি চলছে ধীরগতিতে। একপাশ কিছুটা মুক্ত হলেও প্রবেশ মুখের অন্যপাশে ছিল আন্দোলনকারীদের অবস্থান। এজন্য নগরীতে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল।

এ ব্যাপারে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সেতুর প্রবেশ মুখে কর্মসূচি চলার কারণে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক টিম মোতায়েন আছে।

প্রসঙ্গ, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরোনো পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে নানা কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email