চট্টগ্রাম ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে লাভলেইন নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর নিকট মনোয়নপত্র জমা দেন। এর আগে তিনি সকালে কাট্টলিতে তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন নবী চৌধুরীর কবর ও মায়ের কবর জিয়ারত করেন ও মোনাজাত করেন। পরে তিনি মনোয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের তিনি বলেন ,আজ বাংলাদেশের জন্য অনেক আনন্দের দিন।গত ১৭ বছর মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে,অনেকে জীবন দিয়েছে,অনেকে গুমেরশিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেইসব ত্যাগের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে,নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সহনশীলতা জরুরি উল্লেখ করে আমির খসরু বলেন, একে অপরকে সহনশীলতা দেখাতে হবে তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক দলের অধিকার আছে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি সবার অধিকার তাই আমরা একে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটাই, গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে তা জনগণের অজানা নয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা,আলহাজ্ব এম এ আজিজ, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, মহানগর বিএনপি'র সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনের বেলায়েত ।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, চট্টগ্রাম -৩ আসনের মোস্তফা কামাল পাশা,চট্টগ্রাম -৪ লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম -৬ গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম -৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম -৮ আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম -৯ আবু সুফিয়ান,চট্টগ্রাম -১০ সাইদ আল নোমান,চট্টগ্রাম -১১ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম -১২ এনামুল হক এনাম,চট্টগ্রাম -১৩ সরোয়ার জামান নিজাম, চট্টগ্রাম -১৪ আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ চট্টগ্রাম -১৫ নাজমুল মোস্তাফা আমিন চট্টগ্রাম -১৬ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।তারা সবাই নিজে এসে নিজের মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ সে জন্য সকাল থেকে নেতা কর্মীরা এ চট্টগ্রাম আদালত পাড়ায় আসতে থাকে।

চট্টগ্রাম সংসদীয় ৮ আসনের মনোনয়ন পত্র জমা দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ।এসময় নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান,মোহাম্মদ আজম,আর ইউ চৌধুরী শাহীন।

চট্টগ্রাম সংসদীয় ৯ আসনের মনোনয়ন পত্র জমা দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন। মহানগর বিএনপির সদস্য নুর আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, খোরশেদ আলম, ইসমাইল বালি, মো. মহসিন, মাহবুব রানা, এ.কে খাঁন, এড. তারেক আহমেদ, এড. মাঈনুদ্দিন। মহানগর বিএনপি নেতা জাকির হোসেন, নবাব খাঁন, এস এম সেলিম, ইয়াসিন আসু, শাহ আলম, তৈয়ব, হাজী নুরুল আক্তার, হেলাল চৌধুরী আব্দুল বাতেন, জসিম উদ্দিন মিন্টু, মো. সেকান্দার, ইউসুফ সিকদার, ইব্রাহিম বাচ্চু, শফিক আহমেদ, রফিক সরদার, মো. মহিউদ্দিন, আজগর হোসেন, এ.টি.এম ফরিদ, আব্দুল্লাহ আল সগির, এম এ হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, ইকবাল হোসেন সংগ্রাম, তৌহিদুস সালাম নিশাদ, দিদারুল ইসলাম, আলি আব্বাস, আলমগীর, এমরান, মহিউদ্দিন মিজান, হাছান, মো. সালাউদ্দিন, এস এম মফিজুল্লাহ, মো. মহসিন, এম এ হালিম, আবু আহমেদ, আলাউদ্দিন আলি নুর, এম. আবু বক্কর রাজু, কলিমুদ্দিন, বিপ্লব পার্থ, প্রশান্ত কুমার পান্ডে, বাবলু চৌধুরী, রাজিব ধর তমাল, বিপ্লব চৌধুরী বিল্লু, মো. আলমগীর, আজিজুল হক মাসুম, মহানগর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন কাদের আসাদ, মোহাম্মদ আনাস প্রমুখ।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সন্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকার রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা।
এ সময় রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১০ আসনের "ধানের শীষ" প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি, বিএনপি নেতা সাঈদ আল নোমান।এসময় প্রবীণ বিএনপি নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি উপস্থিত ছিলেন।সাঈদ আল নোমান বলেন, ‘নির্বাচনে যখন উত্তরাধিকারের কথা আসে, তখনতো এ দায়িত্বের সাথে আরো একটি বিশেষ চাপ যোগ হয়। আমি যেহেতু ব্যক্তিগতভাবে মনে করি, মনোনয়ন ও নির্বাচন উত্তরাধিকারের সূত্রে হওয়ার কোনো কারণ নেই। এটা আসলে একটা দায়িত্ব। এটা যোগ্যতার ভিত্তিতে ও চট্টগ্রামের মানুষের চাওয়ার ভিত্তিতে। আমি বিশ্বাস করি, চট্টগ্রামের মানুষ যা চেয়েছে, তা হয়েছে। এবং ইনশাআল্লাহ যা চাইবে তা-ই হবে।

চট্টগ্রাম-৪, সীতাকুন্ড এবং আকবরশাহ-পাহাড়তলী(আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।এসময় উপস্থিত ছিলেন,বিএনপির আহবায়ক কমল কদর,মন্জুরুল আলম।

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে তার মনোনয়ন ফরম জমা দেন। এসময় সাথে ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম , উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক , পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঈনুল আলম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন । এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির দক্ষিণ জেলার শীর্ষ নেতৃবৃন্দ ও বাঁশখালীর স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বাঁশখালীতে বিএনপির নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে দৃশ্যমান রূপ নেয়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী নাজমুল মোস্তফা আমিন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র কাছে মনোনয়ন পত্র জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সরওয়ার আলমগীর সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা ১টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিএনপির সাবেক আহবায়ক আলহাজ ছালাউদ্দিন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, ফজল বারেকসহ বিএনপি নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার মর্যাদা আমি রাখব। ফটিকছড়ি আসনটি উনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা, দোয়া ও আশির্বাদ প্রার্থী।