দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাঈদ আল নোমানের শোক ও শ্রদ্ধা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাঈদ আল নোমানের শোক ও শ্রদ্ধা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬.০০ টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।
চট্টগ্রাম -১০ ডবলমুরিং-হালিশহর- পাহাড়তলী বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের পরম আপন মানুষটি আজ আমাদের ছেড়ে চলে গেছেন চিরতরে।বাবার মৃত্যুর কিছুদিন পূর্বে বাবার সাথে দেশনেত্রীর দোয়া নিতে গিয়ে যে পরম মমতা, উপদেশ ও নির্দেশনা পেয়েছি তা আমার আমৃত্যু চলার পাথেয়। চরম অসুস্থতার মাঝেও নিজের কথা না ভেবে দেশের কথা, জনগণের কথা ভেবে ব্যাকুল হতে দেখেছি স্বচক্ষে।
আমৃত্যু দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়ের জন্য সংগ্রাম করে যাওয়া এমন একজন আপোষহীন, দৃঢ়চেতা ও দরদী ব্যক্তিত্বের নেত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নিতান্ত একজন গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী, আপোষহীন নেত্রী থেকে ঐক্যের প্রতীক হয়ে দেশনেত্রী হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। এমন একজন আপোষহীন, দেশপ্রেমী, মানবপ্রেমী নেত্রীর প্রয়াণ দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি। ওনার একটি আলাপ আমার আমৃত্যু মনে থাকবে, যা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তিনি বলেছিলেন – বাঁচতে হবে কর্মে, গল্পে নয়। তুমি একটি প্রতিষ্ঠান করেছ, সেটা থাকবে, সেটার মাধ্যমেই তুমি বেঁচে থাকবে, বাকিসব মৃত্যুর সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে।প্রিয় দেশনেত্রী, আপনি আমাদের নয়নের সম্মুখে নেই, আপনার চলনে বলনে কর্মে আপনি আমাদের নয়নের মাঝখানে ঠাঁই করে নিয়েছেন। মহান রাব্বুল আলামীন আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। আপনার শেষ ঠিকানা এদেশের মাটি, আপনার পরম আপনজন এদেশের মানুষ, আপনার চলার সময় সর্বদা হাতে উঁচু হয়ে থাকা লাল সবুজের পতাকাটি আপনাকে মনে রাখবে, আপনাকে অনুভব করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email