বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের ৪ মন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের ৪ মন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) ঢাকায় আসছেন পাকিস্তান, ভারত, ভূটান ও মালদ্বীপরে চারজন মন্ত্রী।

পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল ঢাকায় আসবেন এবং তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন।

এছাড়া বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত ও ভূটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের একজন মন্ত্রীও কাল ঢাকা আসছেন বলে এসব দেশের ঢাকা দূতাবাস জানিয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক গেজেট জারি করেছে সরকার।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email