বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আজ রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত চট্টগ্রাম–৬ আসনের প্রার্থী গোলাম আকবর খোন্দকারের নির্দেশনায় এবং রাউজান উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই জানাজায় সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণতন্ত্রের আপসহীন নেত্রী, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই আবেগপূর্ণ উপস্থিতি স্পষ্ট করে দেয়—দেশ ও গণতন্ত্রের প্রতি তাঁর নেতৃত্ব আজও জনগণের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো জানাজাকে এক ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনা হিসেবে রূপ দিয়েছে।
উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন নোয়াপাড়া কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ ছগির। জানাযায় অংশ গ্রহণ করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী, নাসিম উদ্দিন চৌধুরী, এইচএম নরুল হুদা, মুরাদুল আলম, একরামুল হক, জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, জিএম মোর্শেদ, শরাফত উল্লাহ বাবুল, নাসির উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী, এন,এ, বাবুল, এমদাদুল হক, সিরাজ চেয়ারম্যান, আব্দুল মান্নান, দিদারুল আলম, জসিম উদ্দিন , মোঃ মাহবুব, কাজী মুর্শেদ, আনোয়ার হোসেন, ফোরকান শিকদার, মোঃ ইউনুছ, দিদারুল আলম, আবছারুজ্জামান, রহিমুদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, মোজ্জাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আল মারুফ চৌধুরী, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেব, ইমরানুল হক সোহেল, মোঃ রফিক, মোঃ নাছির, নুরুল কবির, মোঃ সোহেল, মোঃ ছাবের, মোঃ আজম, মোজাম্মেল হক লিটন, মোঃ হারুন প্রমূখ নেতৃবৃন্দ।