প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে বাংলাদেশ।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি ইতিবাচক। বেগম খালেদা জিয়া কেবল বাংলাদেশের নন, বরং দক্ষিণ এশিয়ার এক অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি তাঁর সেই সর্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ দেয়।”
তবে এই সফরের ফলে দু-দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক উত্তেজনা কতটা প্রশমিত হবে, তা কেবল ভবিষ্যতেই স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়ার বাসভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে কুশল বিনিময় বা হ্যান্ডশেকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, এটি মূলত একটি সৌজন্য ও শিষ্টাচার। বর্তমানে এর পেছনে কোনো গভীর রাজনৈতিক তাৎপর্য নেই বলেই তিনি মনে করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত তার জানাজায় লাখো মানুষের ঢল নামে। এই সফরে জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি শোকবার্তা পৌঁছে দেন।