এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শহীদ হাদি চত্বর থেকে বেলা সাড়ে এগারোটার দিকে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সাইন্সল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে পুনরায় শাহবাগ এসে এই কর্মসূচি শেষ হবে বলে জানান নেতৃবৃন্দরা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আপনারা সবাই জানেন ইনসাফের লড়াইয়ে প্রতীক শরিফ ওসমান হাদি ডিসেম্বরের ১২ তারিখ গুলিবিদ্ধ হন এবং ১৮ তারিখে শাহাদাত বরণ করেন। আমার শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ কর্মসূচি, শহীদী শপথ, সমাবেশসহ বিভিন্ন উপায়ে সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার করুন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন উপায় দেখানো হয় নি যার মাধ্যমে আমার আশ্বস্ত হতে পারি এই সরকার শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে আগ্রহী।
আরও পড়ুন
অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি হাসপাতালে ভর্তি
আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চালু থাকবে। আগামীকাল সরকারের পক্ষ থেকে চার্জ শিট দাখিল করার কথা রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই খুনে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর সবচেয়ে ছোট ব্যক্তি। এই হত্যার পেছনে অবশ্যই বড় কারো হাত রয়েছে। যদি কালকের চার্জশিটে শুরু ফয়সাল করিমের নাম দিয়ে চার্জ শিট দেওয়া হয় বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে।
তিনি আরো বলেন, আজকে আমার মার্চ ফর ইনসাফ কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ স্পট রয়েছে সেগুলো মধ্যে দশটি স্পটে যাবো। আমার মানুষকে আহ্ববান জানাবো যেন তারা ওসমান হাদি হত্যার বিচারের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে। আমার চারদফা দাবি নিয়ে আমাদের কর্মসূচি শুরু করছি।







