এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা দেওয়ান মাহমুদা আক্তার লিটার উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবারও বিতরণ করা হয়।
রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে বসাতে পারেন) চট্টগ্রামে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সাইফুল আলম, আখি সুলতানা, সোরভ শাহিন, নুর সেলিম বাঙালি, নার্গিস বেগম, লাভলি আক্তার ও শামিমা ইয়াসমিনসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ায় প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।







