মহীয়সী নারী জুনি রানী বড়ুয়ার স্মরণসভা সংঘদান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহীয়সী নারী জুনি রানী বড়ুয়ার স্মরণসভা সংঘদান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গতকাল শুক্রবার ৯ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী প্রখ্যাত প্রাবন্ধিক লেখক ঝর্না বড়ুয়া’র পিতা বিপ্লবী সুখেন্দু বড়ুয়ার সহধর্মিনী রত্নগর্ভা মা মহীয়সী নারী প্রয়াত জুনি রানী বড়ুয়ার প্রথম প্রয়াণ বার্ষিকী স্মরণে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় । মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহান ভিক্ষু সংঘ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া। স্মৃতিচারণ ও শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড.অর্থদর্শী বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, ট্রাস্টি রুবেল বড়ুয়া, বুদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট স্বদেশ কুসুম চৌধুরী, বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সহ-সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, কৃস্টি প্রচার সংঘ মহিলার সাধারণ সম্পাদক নেভি বড়ুয়া, কলামিস্ট লিপি বড়ুয়া, কৃস্টি প্রচার সংঘ যুব এর ঝুলেন বড়ুয়া, শিক্ষক সাধন বড়ুয়া প্রমূখ।
চান্দগাঁও সার্বজনীন বিহারের সাধারণ সম্পাদক চান্দু বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন সুনীল কান্তি বড়ুয়া , প্রার্থনা আবহ সংগীত সঞ্চালনায় প্রকাশক ও সংগঠক সরিৎ চৌধুরী। পঞ্চশীল প্রার্থনায় সুদর্শন বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন যথাক্রমে ছড়াকার উৎফল বড়ুয়া, লেখক ড. সবুজ বড়ুয়া শুভ, লেখক বিপ্লব বড়ুয়া ,অনোমার সাহিত্য সম্পাদক রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চের বিপ্লব বিজয়, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নন্দন বড়ু,
হিরু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া আনন্দ, কীতর্নীয়া জুসি বড়ুয়া, রেখা বড়ুয়া, দেবু বড়ুয়া, নয়ন বড়ুয়া, মঞ্জুশ্রী চৌধুরী, মিতুশ্রী চৌধুরী ও শুকলা চৌধুরীসহ অনেক গন্যমান্য সামাজিক সাংগঠনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেন লেখিকা ঝর্না বড়ুয়া’র বোন কেতকী বড়ুয়া, ভাগনে বিজয় বড়ুয়া, নন্দন বড়ুয়া , উজ্জ্বল বড়ুয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুভাষ বড়ুয়া। বিদগ্ধ গুণীজনের প্রাণময় উপস্থিতিকে অনুষ্ঠান সুন্দর, সার্থক ও সফল হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email