চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিতে হবে। মানুষের গনতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে দল-মত নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলায় বিএনপির লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়ার প্রধান পাথেয় হবে।
শুক্রবার (০৯ জানুয়ারী) আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায় শেষে সমবেত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এরপূর্বে তিনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং দেশ-জনগণের শান্তি ও নিজের জন্য দোয়া কামনা করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে তিনি আগত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া চান।
দোয়া মাহফিল পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী (হাফি:) সাহেব।
এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করেন। পাশাপাশি চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের জন্য দোয়া কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শাহেদ বক্স, হেলাল চৌধুরী, জাকির হোসেন, আবু তৈয়ব, হাজী মহিউদ্দিন, নকিব উদ্দিন ভূইয়া, সালাউদ্দিন কায়সার লাভু, সাব্বির আহমেদ, ইউনুছ চৌধুরী হাকিম, এম. এ হামিদ, আবুল বশর, নুরুল ইসলাম, মো. সালাউদ্দিন, আলমগীর নুর, ওসমান গণি, মো. কলিম, জাহাঙ্গীর রেজা, মো. মনছুর আলম প্রমুখ।