প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে মনোনয়ন ফিরে পেলেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
একইসঙ্গে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।
শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে।
এর আগে, তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন। এ তালিকায় দুইজন ভোটার অন্য আসনের হওয়ায়, সমর্থন নিয়ে গড়বড় থাকার অভিযোগে জারার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
Copyright © 2026 নাগরিক দর্পণ. All rights reserved.