এস আলম ও সংশ্লিষ্টদের ৪৩১ শতক জমি জব্দ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এস আলম ও সংশ্লিষ্টদের ৪৩১ শতক জমি জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৪৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন
আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট সত্তাগুলো বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে নিয়ম বহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এর মাধ্যমে দেশে ও বিদেশে নিজেরা এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলা হয়েছে।

দুদকের অনুসন্ধানকালে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে জানা যায়, অভিযুক্তরা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই যদি সম্পদ স্থানান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে অর্থ ও সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে।

এ কারণে সাইফুল আলম, তার পরিবারের সদস্য, স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জমি জব্দের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email