বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সাথে সংঘর্ষ সংঘাত চায়না। শান্তির রাজনীতি চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ নং ওয়ার্ড উত্তর পতঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বেগম খালেদা জিয়া সব সময় গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন ।এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামীলীগের সাথে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই।
এসময় জনাব খসরু আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশে দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। কামার কুমার নারী সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে। যাতে সবাই এর সুফল ভোগ করে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগা প্রজেক্টের রাজনীত করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।
চাঁদাবাজি মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আমির খসরু বলেন, এসব চাঁদাবাজ মাস্তানদের কোন স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোন প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে।
এ সময় আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক বিএনপি নেতা, মোঃ শাহাবুদ্দিন মোঃ জাফর, মোঃ ইউসুফ, মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আলমগীর, বিএনপি নেতা মোঃ হারুন, মোঃ ইকবাল, মোঃ সাবের, মোঃ রেজাউল, জসিম,ওয়াড বিএনপি সভাপতি মোঃ লোকমান, সাধারন সম্পাদক মঞ্জুর কাদের, যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জসিম সহ প্রমুখ।