ছাত্রদলে যোগ দিলেন চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছাত্রদলে যোগ দিলেন চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। অনুষ্ঠানে রিদুয়ান সিদ্দিকীর হাতে ফুল দিয়ে তাকে ছাত্রদলে স্বাগত জানান অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ চট্টগ্রাম উত্তর জেলা, ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা।

আরো যারা যোগদান করেন, রিদুয়ান সিদ্দিকী সাবেক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়। মুজিবুর রহমান সাবেক যুগ্ম-আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উত্তর জেলা।এ ছাড়া আরো যোগদান করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য, আদনান, মারুফ, মাসুদ,জিয়া উদ্দিন, রিয়াদ।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ নেতৃত্বের ছাত্রদলে যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, রিদুয়ান সিদ্দিকীর নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় রিদুয়ান সিদ্দিকী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্নে তিনি অতীতেও সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও ছাত্রদলের ব্যানারে সেই লড়াই চালিয়ে যাবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email