পশ্চিম খুলশিতে বিএনপি পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পশ্চিম খুলশিতে বিএনপি পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিএনপি পরিবার চট্টগ্রাম এর উদ্যোগে অদ্য ১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে পশ্চিম খুলশিস্থ গার্ডেন ভিউ সোসাইটি মাঠে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কন্বল বিতরণ করা হয়।

দোয়া মাহফিল সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজ সেবক মোরশেদ আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ হালিম, প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক শাহ আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মনিরুল ইসলাম, আজিম ভুইঁয়া,মোহাম্মদ সাজ্জাদ, আকবর হোসেন,জুলাই যুদ্ধা মোহাম্মদ জসিম,মোহাম্মদ সোহেল,জয়নাল আবেদীন প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন গারাঙ্গিয়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আবুবক্কর সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হালিম বলেন, বিএনপি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে।দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় মানুষের পাশে ছিলেন মৃত্যূর পর তিনি এ ভালবাসা পেয়েছেন এটা আর কখনো কেউ পাবে কিনা জানা নেই। তিনি বলেন, বিএনপি পরিবার চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email