এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এই বিশেষ স্মরণসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমান সভাস্থলে পৌঁছানোর পর বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকগাথা পাঠ করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- এখানে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা মরহুমার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জীবন নিয়ে শোক বক্তব্য রাখবেন।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভাটি সঞ্চালনা করছেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এর আগে জুমার নামাজের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শোকসভার গাম্ভীর্য ও মর্যাদা রক্ষায় আয়োজকদের পক্ষ থেকে আগেই কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে অংশগ্রহণকারীদের সাদা-কালো পোশাক পরে আসার অনুরোধ জানানো হয় এবং অনুষ্ঠান চলাকালে করতালির পরিবর্তে নীরবতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর এটিই তাঁর স্মরণে আয়োজিত দেশের সবচেয়ে বড় নাগরিক শোকসভা।







