এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ফেব্রুয়ারি মাস সরকারি চাকরিজীবীদের জন্য বয়ে আনছে টানা ছুটির জোড়া বার্তা। ক্যালেন্ডার ও নির্বাচনের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, মাসের প্রথমার্ধেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শবেবরাতের ছুটি ধর্মীয় হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হতে পারে। শবেবরাতের পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এর পরদিন শুক্র ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। ফলে মাসের শুরুতেই টানা তিন দিনের একটি ছুটি পাচ্ছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।
জাতীয় নির্বাচন ও গণভোট শবেবরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পর আবারও দীর্ঘ ছুটির সুযোগ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সাথে মিলে আবারও টানা তিন দিনের ছুটি তৈরি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে এমন দীর্ঘ ছুটির সুযোগ থাকায় অনেক চাকরিজীবী আগেভাগেই ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন। তবে নির্বাচনকালীন ডিউটিতে থাকা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এই ছুটির চিত্র কিছুটা ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, শবেবরাতের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও জাতীয় নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট থাকায় দ্বিতীয় দফার ছুটিটি নিশ্চিত।







