সায়েন্সল্যাবে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সায়েন্সল্যাবে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েত করার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত সেপ্টেম্বরে ওয়েবসাইটে প্রকাশের পর নানা আলোচনার প্রেক্ষিতে তা হালনাগাদ করা হয়। গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।

আন্দোলনের নেতারা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই দিন মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছিল। আবারও একই স্থানে বড় ধরনের গণজমায়েতের ঘোষণায় জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email