দেশে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের শীত থেকে রক্ষা করার উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন আলিফ উদ্দিন রুবেল, সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং সংগঠক, চট্টগ্রাম মহানগর যুবদল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন, ৮ নং শোলক বহর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মোঃ জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মুন্না, সরকারি আশেকানা আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম হোসেন সাজ্জাদ, ছাত্রদল নেতা সাকিব, ও যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনায় করেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুস্তমা আকিব। বিভিন্ন সমাজসেবী, স্থানীয় নেতা ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলমান থাকবে, যাতে প্রতিটি দুঃস্থ পরিবার শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে পারে।