চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১৯ জানুয়ারী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ ১৯ জানুয়ারি, সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সাবেক ডীন এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল সবুর। উপস্থিত ছিলেন চবি জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। তন্মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী জাহেদুর রহমান চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফসর ড. মো: কামরুল ইসলাম, প্রফেসর এজিএম নিয়াজ উদ্দিন, জনাব মোহাম্মদ সেলিম, জনাব খোরশেদু আলম,সজনাব মোহাম্মদ মোজাম্মেল, জনাব মো: জাফর আলম, জনাব আব্দুল মন্নান, জনাব মোঃ জসীম উদ্দিন, জনাব মোঃ ইসমাইল, জনাব শাহাদাৎ হোসেন বিপ্লব, জনাব মোখলেছ, জনাব হাবিল, জনাব আবুল হোসেন প্রমুখ।