চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা নিহত হয়েছেন । নিহত র্যাব কর্মকর্তা মোতালেব ডিএডি পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন র্যাব সদস্য। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।