চট্টগ্রাম ৬ (রাউজান) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে প্রথমদিন নির্বাচনী প্রচারনা শুরু করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির অস্তিত্বের নির্বাচন, এ নির্বাচন কঠিন নির্বাচন হবে, সুষ্ঠু অংশগ্রহণমুলক নির্বাচন উপহার দিতে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে রায় প্রদান করতে হবে। অতীতে একটি ভোট থাকলেও এবার দূটি ভোট প্রদান করতে হবে। মা বোনদের সচেতন করতে হবে।
তিনি প্রথম নিবর্বাচনী প্রচারনায় গিয়ে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন মা সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বে পরিচিতি পেয়েছেন একজন আপসহীন নেত্রী হিসেবে। তিনি মাতা নত করেননি অন্যায় অবিচারের সাথে সংগ্রাম চালিয়ে গেছেন এবং জাতিকে যতটুকু সম্ভব ওনার জীবন দিয়ে উপহার দিয়েছেন ।
৭১ সালে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, ২৪ জুলাই বিপ্লবের না ঘটলে আজ আপনাদের সামনে আসতে পারতাম না। জুলাই বিপ্লবকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করবে তা জাতীর সামনে তুলে ধরছেন। তিনি বিভিন্ন ভাতার ব্যবস্থা ও কর্মসংস্থানের পরিকল্পনা জাতির নিকট তুলে ধরেন। দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের ভোট প্রদান করতে হবে।
নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামশুল হক বাবু'র সভাপতিত্বে এ সময় উপস্থিত রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আবুল কাশেম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, সরফাত আলী, সিরাজ মেম্বার, মোহাম্মদ নুরুল আবছার মেম্বার, লিটন মহাজন, আবুল কাশেম রানা প্রমুখ।বাদে ফজর থেকে স্থানীয় মসজিদে কতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।